আমাদের ভারত, হাওড়া, ১৬ ডিসেম্বর: রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উলুবেড়িয়া থানার কাঁজিয়াখালি গ্রামে।ঘটনার প্রতিবাদে বুধবার সকালে বিজেপি কর্মীরা উলুবেড়িয়ার হীরাপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে রাস্তা অবরোধ মুক্ত হয়। বিজেপির পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
জানাগেছে, কাঁজিয়াখালি গ্রামে বিজেপির একটি দলীয় কার্যালয় আছে। স্থানীয় সূত্রে খবর কার্যালয় থেকে বিজেপির দলীয় কাজকর্ম পরিচালনা ছাড়াও শিশুদের আঁকা শেখানো হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, মঙ্গলবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কার্যালয়ের জানালা দিয়ে ভিতরে খড় ঢুকিয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। বিজেপি কর্মীদের অভিযোগ, ভিতরে সেভাবে জিনিষপত্র না থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
এদিকে বুধবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে উলুবেড়িয়া হীরাপুর রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। প্রায় আধঘন্টা বিক্ষোভ চলার পর উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা সম্পর্কে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি রমেশ সাধুখাঁ অভিযোগ করেন, গত লোকসভা নির্বাচনে এই এলাকা থেকে বিজেপি লিড পাওয়ায় তৃণমূল আতঙ্কে এই কাজ করেছে।
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। তিনি বলেন, এলাকায় অশান্তি পাকানোর জন্য বিজেপি কর্মীরা নিজেরাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।