আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ এপ্রিল: হালিশহরের ২৪ নং ওয়ার্ডের বিজেপি কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা। অভিযোগের তীর শাসক দলের দিকে। ইট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা করে দুষ্কৃতিরা বলে অভিযোগ।অর্জুন ঘনিষ্ঠ রাজু দে গত পরশু হালিশহরে রাম নবমীর মিছিলে থাকায় তার উপর হামলা করা হয় বলে অভিযোগ আক্রান্তের পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় রাজু দে’র চিকিৎসা চলছে কল্যানীর এইমস হাসপাতালে। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাজু দে।
সিসিটিভি’তে পরিষ্কার দেখা গেছে মারধরের সেই ছবি।যদিও তৃণমূল নেতা প্রবীর সরকার এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে করছে।
পাল্টা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ইট দিয়ে বিজেপি কর্মীকে মারধরের পাল্টা জবাব দেওয়া হবে। ঠিক এর হিসাব হবে। পুলিশে আপাতত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ পুরো দলদাসে পরিণত হয়েছে।