পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: এক বালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক ফেরিওয়ালার বিরুদ্ধে। ঘটনাটি গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউস এলাকার।
পরিবার সূত্রে জানাগেছে, বুধবার সকাল নাগাদ কাজে ব্যস্ত ছিল পরিবারের সদস্যরা। সেই সময় বাড়িতে ঢোকে এক ফেরিওয়ালা মশারি ও গামছা নিয়ে। সেই সময় বাড়িতে ছিল দশ বছর বয়সী ওই বালিকা। ওই ফেরিওয়ালা জিজ্ঞাসা করে বাড়িতে কেউ আছে কিনা। উত্তরে ওই বালিকা জানায় সবাই কাজে ব্যস্ত। বাড়িতে এখন কেউ নেই। কোনো জিনিসপত্র লাগবে না। বাড়িতে কেউ নেই, এই কথা শুনেই ওই ফেরিওয়ালা সেই সুযোগে বাড়িতে ঢোকে এবং ওই বালিকাকে যৌন নির্যাতন করে এবং শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। ওই বালিকাকে ভয় দেখায় যে, চিৎকার করলে তাকে মেরে ফেলা হবে। সেই সময় বাড়িতে ঢুকে পড়ে তার মা। বুঝতে পেরেই ফেরিওয়ালা চম্পট দেওয়ার চেষ্টা করে। কিন্তু চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ফেরিওয়ালাকে কিছুটা দূরে গিয়ে ধরে ফেলে। ঘটনার পরে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার
করে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়।
অভিযুক্তকে মেদিনীপুরে পকসো আদালতে তোলা হয়। অভিযুক্ত বাসিন্দা কেশপুর এলাকার। নাম শেখ জাকির আলী। অভিযুক্তকে প্রশ্ন করা হলে তিনি জানান, শুধু মাথায় হাত দিয়েছেন। ঘটনা তদন্তে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউস।