সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি: উপনির্বাচনের পর ফের তালডাংরায় সমবায় সমিতিতে সাফল্য শাসক দলের। এই ব্লকের দেউলভিড়া সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব আসনে জয়ী তৃণমূল। বিধানসভা ২০২৬ ভোটের আগে এটা এলাকার দলীয় কর্মীদের মনোবল অনেকটাই বাড়াবে বলে দাবি তৃণমূল শিবিরের।
অপরদিকে তৃণমূলের এই নিরঙ্কুশ জয় নিয়ে সরব বিরোধীরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, সন্ত্রাসের মাধ্যমেই জয় শাসক দলের। আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেই বিরোধীদের প্রতিদ্বন্দ্বীতা করতে দেওয়া হয়নি। বিরোধীদের মনোনয়ন জমা করতে না দেওয়ার অভিযোগও তোলে বিজেপি।
অন্যদিকে বিজেপির অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল নেতারা। তৃণমূলের দাবি, বিরোধীরা প্রার্থীই খুঁজে পায়নি। তাই এই অবস্থা। উল্লেখ্য, তালডাংরা ব্লকের দেউলভিড়া সমবায় সমিতির পরিচালন সমিতির ৯টি আসন। এতদিন এই সমিতি চলছিল এডহক কমিটি দিয়ে। সম্প্রতি সেই কমিটির নির্বাচন ঘোষণা করা হয়। মঙ্গলবার ছিল ভোটের মনোনয়ন দাখিলের শেষ দিন। কিন্তু ৯টি আসনেই বিরোধীরা কেউ মনোনয়ন দাখিল করেননি। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯টি আসনেই জয়লাভ করে তৃণমূল। বিনা লড়াইয়ে জয় আসতেই উল্লাস তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীদের।