পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: হিন্দু সমাজের যে ছুটি সেগুলি বন্ধ করে দিয়ে সংখ্যালঘুদের ছুটি দেওয়া হচ্ছে কেবল ভোটের রাজনীতির জন্য। সংখ্যালঘুদের জন্য যদি মাসে দু’টো করে ছুটি দেওয়া হয় তাহলে সংখ্যালঘুদের কোন উন্নতি হবে? ওনাদের ভাবা উচিত, গত ১৫ বছর ধরে তাদের কী উন্নতি হয়েছে, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় এভাবেই রাজ্য সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ।
এদিন রসকুণ্ড শিবমন্দিরে শিবরাত্রি উপলক্ষে জল ঢালা রীতিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা। এছাড়াও নলপা এলাকায় মহাকুম্ভ যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা জানাতে আসেন তিনি। পরে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তোষণের রাজনীতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন দাপুটে বিজেপি নেতা। দিলীপ ঘোষ বলেন, তোষণের রাজনীতি করে এই রাজ্যকে ধীরে ধীরে বাংলাদেশ তৈরির প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, এভাবে তোষণের রাজনীতি না করে উন্নয়নের রাজনীতি করুন, মানুষ ঠিক ভোট দেবে।