পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: ভারত- বাংলাদেশের সম্পর্কের অস্থির পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ থেকে পুত্রবধূ হয়ে পূর্ব মেদিনীপুরে এলেন সঞ্চিতা ঘোষ।
পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বান মহাপাত্র ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে মেডিকেল পড়তে যান ২০১৬ সালে। তারপর ২০১৮ থেকে ওখানকার সহপাঠী মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয় তার। সেই সম্পর্কের খাতিরে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যুবক, তাই এই অস্থির পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাগুরাতে গিয়ে সঞ্চিতাকে বিয়ে করে আজ পেট্রাপোল সীমান্ত দিয়ে টোপর মাথায় দিয়ে নব দম্পতি নিয়ে ভারতে প্রবেশ করেন।
বিয়ে করে ভারতে প্রবেশ করে নববধূ খুব খুশি। কিন্তু এই অস্থিরতার জন্য পরিবারের অন্য সদস্যরা আসতে না পারায় সঞ্চিতার মন একটু ভারাক্রান্ত। তবে আগামী দিনে সমস্ত সমস্যা মিটে গিয়ে দুই বাংলার মেলবন্ধন আগের মতই বজায় থাকুক এটাই চান নব দম্পতি।