পার্থ খাঁড়া, আমাদের ভার, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে মদের প্রসার ঘটানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আজ শহিদ মাতঙ্গিনী ব্লকের নোনাকুড়ি বাজারে বিক্ষোভ মিছিল হয়। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের পক্ষ থেকে এই মিছিল বাজার পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন এআইএমএসএস (AIMSS)- এর লোকাল কমিটির সভাপতি অপর্ণা ভৌমিক, সম্পাদিকা অঞ্জলী সামন্ত এবং এআইডিওয়াইও) (AIDYO)’র হরনাথ দাস ও লক্ষ্মীকান্ত সামন্ত।
এআইএমএসএস- এর রাজ্য কমিটির সদস্য সবিতা সামন্ত বলেন, রাজ্য বাজেটে সরকারের মদের প্রসার ঘটানোর সিদ্ধান্ত বাংলার ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করবে। খুন, ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা বাড়িয়ে তুলবে। আমরা বাংলার যুব ও মহিলারা- এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাব, যতদিন না সরকার মদ বন্ধ করে।