পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: নজিরবিহীনভাবে ৪০ শতাংশ লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ, সময়সূচির পরিবর্তন, লঞ্চ ঘাটের দু’দিকে টিকিট কাউন্টারে আলোর পর্যাপ্ত ব্যাবস্থা, যাত্রী নিরাপত্তার দাবিতে আজ নন্দীগ্রমের কেন্দামারী খেয়াঘাটে বিক্ষোভ ও অবরোধ করে নন্দীগ্রাম-হলদিয়া ফেরি যাত্রী সমন্বয় কমিটি।
গত ৯ ফেব্রুয়ারি থেকে বর্ধিত ভাড়া চালু করতে উদ্যোগ নেয় হলদিয়া পৌরপ্রশাসক। ফেরি যাত্রী কমিটির বিরোধিতায় তা বন্ধ থাকে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে যাত্রীদের থেকে জোর করে বর্ধিত ভাড়া আদায় করতে থাকে কর্তৃপক্ষ। উল্লেখ্য, যে নোটিশের মাধ্যমে এই ভাড়া আদায় করছে, তাতে কোনো মেমো নম্বর নেই। এমনকি স্বাক্ষরও নেই। এই নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন শিক্ষক দেবাশিস দাস, অধ্যাপক বাপ্পাদিত্য গর্গ, নন্দিনী গোল, মনোজ দাস, মুশিয়ার রহমান, শেখ জাহাঙ্গীর, ফারুক আব্দুল্লাহ।