আমাদের ভারত, ২৭ ফেব্রুয়ারি: তিলোত্তমার ন্যায়বিচারের দাবিতে এবার দিল্লি উদ্দেশ্যে রওনা দিলেন তাঁর বাবা-মা।
বৃহস্পতিবার সকাল ৭.১০ নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন তারা। দিল্লিতে গিয়ে সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন কাদম্বিনীর বাবা -মা। তবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে কাদম্বিনীর বাবা জানান, সেই রকম কোনো পরিকল্পনা আমাদের নেই।
সুপ্রিম কোর্টে তাদের আইনজীবির সঙ্গেও দেখা করার কথা জানান নির্যাতিতার বাবা, এবং তাদের মামলাটি যাতে কলকাতা হাইকোর্টে আসে সেই বিষয়ে আলোচনা করবেন বলেও তিনি জানিয়েছেন।
কাদম্বিনীর বাবা- মা’র সঙ্গে দিল্লি যাচ্ছেন, শিয়ালদহ কোর্টের আইনজীবী ছাড়াও চিকিৎসকের একটি টিম।