BJP, Tarapith, তারাপীঠ মহাশ্মশানে নির্মাণ কাজ বন্ধ করল বিজেপি

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২৭ ফেব্রুয়ারি: তারাপীঠ শ্মশানে গড়া হচ্ছিল নোংরা জল মজুতের ট্যাঙ্ক। প্রতিবাদে সরব হলো বিজেপি। বৃহস্পতিবার মাটি ফেলে নির্মাণ কাজ বন্ধ করে দিল বিজেপি। অভিযোগ, তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের উপর এই কংক্রিটের স্থায়ী ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে।

জানা গিয়েছে, দিন কয়েক আগে থেকে তারাপীঠের মহাশ্মশানে মাটি কাটার কাজ করছিল কিছু শ্রমিক। তারা জানায়, নোংরা জল মজুতের একটি কংক্রিটের ট্যাঙ্ক নির্মাণ করা হবে। এরই প্রতিবাদে এদিন বেলার দিকে তারাপীঠে মিছিল করে বিজেপি। দুপুরের দিকে শ্মশানে নির্মাণ কাজের এলাকায় গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি লোকজন। নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন, “আমরা বৈষ্ণবদের সমাধি ধ্বংস করতে দেব না। তৃণমূল সনাতনীদের ধ্বংস করতে চাইছে। আমরা তার বিরুদ্ধে। এখানে কিছু মানুষ শ্মশান থেকে মৃতদেহের মাথা তুলে ৫০০ টাকা করে বিক্রি করছে।”

তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় বলেন, “ওই কাজটি রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দফতর করছে। কয়েক বছর আগে পরিবেশ আদালত তারাপীঠের নোংরা জল পরিস্রুত করে নদীতে ফেলার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মতো রাজ্য সরকার তারাপীঠের বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক তৈরি করে হোটেল, লজের নোংরা জল মজুত করে। তারপর পরিস্রুত করে সেই জল দ্বারকা নদীতে ফেলা হয়। সেই মতো তারাপীঠের একটি জায়গায় ট্যাঙ্ক তৈরি করা হচ্ছিল। সেখানে তারাপীঠ মন্দিরের প্রধান রাস্তা, পান্ডা পাড়ার একাংশের জল মজুত করে পরিস্রুত করে নদীতে ফেলা হত। তাতে শ্মশানের পবিত্রতা নষ্ট হত না। বরং নোংরা জল সরাসরি নদীতে মিশে নদীর জল নোংরা হচ্ছে। এর আগে রাস্তার ধারের দোকান কিছুটা পিছিয়ে দিয়ে রাস্তার পরিসর বড় করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সেটাও মামলা করে বন্ধ করে দেওয়া হয়। অথচ শ্মশানের সেই জায়গা দোকানদাররা দখল করে নোংরা করছে। বিজেপি সেই সমস্ত দোকানদারদের পাশে দাঁড়িয়ে শ্মশানের পবিত্রতা নষ্ট করেছে।”

ধ্রব সাহা বলেন, “শ্মশানে আমরা নির্মাণের বিরুদ্ধে। গ্রিন বেঞ্চ আদালত নোংরা জল পরিস্রুত করে দ্বারকা নদীতে ফেলতে বলেছে। কখনই শ্মশানে ট্যাঙ্ক গড়ে নোংরা জল মজুত করতে বলেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *