পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: আলুর দাম কুইন্টাল প্রতি নূন্যতম ১৩০০ টাকা করে কিনতে হবে সরকারকে, এই দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো সিপিআইএম।
এরপর গোয়ালতোড়-চন্দ্রকোনা রোড রাজ্য সড়কে আলু ঢেলে বিক্ষোভ দেখানো হয়। পরে বিডিও অফিসে স্মারকলিপি দেয় বাম সংগঠনের সারা ভারত খেতমজুর ইউনিয়ন। এদিন গোয়ালতোড় সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে।