আমাদের ভারত,২ সেপ্টেম্বর: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুৎসা অপপ্রচার এবং চক্রান্ত করে আপনাকে রোজ কামড়াচ্ছে। তাকে আপনি কামড়াবেন না ঠিকই, কিন্তু ফোঁস তো করতে পারেন, সে কথাকে মনে করিয়ে একেবারে সভা মঞ্চ থেকে তৃণমূল নেতা সরাসরি মহিলাদের হুমকি দিয়েছে বলে অভিযোগ বিজেপির। একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সেখানে তৃণমূলের নেতা বাংলার নারীদের প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণীগড় পুরসভা এলাকায়।
সুকান্ত মজুমদার যে ভিডিও পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে, আরজিকর নিয়ে এক প্রতিবাদ মঞ্চে বক্তব্য রাখছেন এক ব্যক্তি। তাকে বলতে শোনা যাচ্ছে, রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য ধরে বসে আছে। আমরা যদি সকাল- সন্ধ্যায় একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরতে? কী প্রেক্ষিতে এই কথা বলেছেন তিনি? সেই ভিডিওতে স্পষ্ট করেছেন ওই ব্যক্তি। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনি ব্যক্তি কুৎসা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় চরিত্র নিয়ে গালিগালাজ করছেন। আপনার মা বোনের বিকৃত ছবি আপনার ঘরের দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব। পর্দা তুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি দেখাতে পারবেন না। দায়িত্ব নিয়ে এই প্রতিবাদ মঞ্চ থেকে এটা বলে গেলাম।
বিজেপির শেয়ার করা এই ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে যে মঞ্চে ওই ব্যক্তি এই মন্তব্য করেছেন তার পেছনের ব্যানারে বড় হরফে লেখা মা বোনেদের সম্মান আমাদের। শুধু তাই নয়, কয়েকজন মহিলাও বসে আছেন।
সুকান্ত মজুমদারের কথায়, মুখ্যমন্ত্রী নিদানের পরই তৃণমূলের গুণধর লুন্ফেন বাহিনীর ভাষণ শুনুন। অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনেদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছেন। অশোকনগর কল্যাণগড় পুরসভার কাউন্সিলরের স্বামী।