আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: আরজিকর কান্ডের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। সেই আবহেই তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্যে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সুদীপ্ত চক্রবর্তীর পর নাম না করে সহকর্মীর বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেতা নাট্যকার সুজন নীল মুখোপাধ্যায়। বাতিল করেছেন তার কাঞ্চনের সঙ্গে একসঙ্গে করা নাটক। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী কাঞ্চন মল্লিকের উদ্দ্যেশ্যে উগড়ে দিয়েছেন একরাশ ক্ষোভ, বিরক্তি। লিখেছেন কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব, সাহস সব অনুপ্রেরণার লকারে ঢুকিয়ে চাবি হারিয়ে ফেলেছিস।
রবিবার কাঞ্চন মল্লিক কোননগরের তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে বলেন, অনেকে দুর্গাপূজার অনুদান নেবেন না বলেছেন। সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যারা কর্মবিরতি পালন করছেন শাসক দলের বিরুদ্ধে তারা সরকারি বেতন বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো? এহেন মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে যায়।
নাট্যশিল্পী সুজন নীল সহকর্মী কাঞ্চনের এই মন্তব্যের বিরোধিতা করে সোমবার ফেসবুকে লেখেন, “মাগন রাজার পালা” নাটক বাতিল ঘোষণা করেছি। বহু প্রশংসিত এই নাটকের মূল দুই চরিত্রে মঞ্চে অভিনয় করতেন কাঞ্চন এবং নীল। মাগন চরিত্রে থাকতেন কাঞ্চন। নীল লেখেন, মাগন আর রাজা, আর জুটি বেঁধে মঞ্চে নামবে না। বেশ কষ্ট হচ্ছে। কিন্তু এটা বাস্তব বা মানুষের নিদান। আর সেটা গ্রহণ করতে হয়।
একইসঙ্গে এটাও সত্যি কাঞ্চন মল্লিকের এই নাটকে যে অবদান তা চিরকাল মনে গেঁথে থাকবে। অভিনেতা হিসেবে ওর লড়াই ও নিষ্ঠার দক্ষতা আজীবন শ্রদ্ধা করব। বাকিগুলো ভুলে যাওয়ারই নামান্তর। এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুহূর্তে এই নাটক স্তব্ধ হলো।
অন্যদিকে উত্তরপাড়ার তারকা বিধায়কের এই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন সুদীপ্তা। রবিবার নাগরিকদের মহা মিছিলে যোগ দিয়েছিলেন সুদীপ্তা। সেখান থেকেই ঘুন ধরার সিস্টেমের উদ্দেশ্যে প্রশ্ন, একজন নারী হিসেবে, মা হিসেবে, আরজি করে নারকীয় ঘটনায় সরব তিনি। ন্যায় বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সুদীপ্তা। এবার কাঞ্চন যখন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিবাদী কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুললেন তখন তাকে চাঁচাছোলা ভাসায় উত্তর দিলেন সুদীপ্তা। বন্ধু কাঞ্চন মল্লিককে মাননীয় বিধায়ক সম্বধন করে অভিনেত্রীর মন্তব্য, কর্ম বিরতিতে থাকা ডাক্তাররা সরকারি চাকরি করেন বলে তাদের কর্মস্থলে দিনের পর দিন ঘটে যাওয়া সরকারের অন্যায় কাজ নিয়ে তারা প্রশ্ন তুলতে পারবে না? সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা, প্রশ্ন প্রকাশ করতে গেলে একজন সরকারি চাকুরিজীবীর মাইনে নেওয়া যাবে না? বিচারের দাবিতে মিছিলে গিয়েছিলেন বলে তাদের পুজোর আগে প্রাপ্য বোনাস নিয়ে কথা বলবেন? মনে হচ্ছে ‘চাকরি’ শব্দটা তো আপনি আক্ষরিক অর্থে নিয়ে নিয়েছেন।
সুদীপ্তা আরও লিখেছেন, সরকারি হাসপাতালে সরকারি কর্মচারি নৃশংস ভাবে ধর্ষিত, খুন হয়ে যাওয়া তিলোত্তমার মা-বাবাকে আত্মহত্যা করেছে বললে কেন? এ প্রশ্ন করার আগে সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিয়ে দিতে হবে? না মানে বিবেকের তাড়নায় কেউ ফেরত দিতেই পারেন, কিন্তু সেটাই আগাম শর্তাবলি নাকি? দেওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে রেখে নির্লজ্জ কমিডি করার আগে একবারও ভাবলেন না? আপনার কমেডি অভিনয় কিন্তু মানুষের মনে একদিন আপনাকে পাকাপাকি স্থান দিয়েছিল। আমিও তার ফ্যান, কিন্তু আজ যেটা করলেন ওটা কমেডিও হয়নি অভিনয়ও হয়নি। আপনার শুভ বুদ্ধির উদয় হোক শিগগিরি, কামনা করি।
সুদীপ্তা চক্রবর্তী আরও প্রশ্ন তুলেছেন, সরকারি পুরস্কার দেওয়ার আগে কি বলে দেওয়া হয় পরবর্তীতে কী কী করা যাবে না, আর কী কী করা যাবে? আরেকটি পোস্টে বন্ধু কাঞ্চন মল্লিককে ত্যাগ করার কথা বলেছেন অভিনেত্রী। সুদীপ্তা জানিয়েছেন, কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়।চাবিটা খুঁজে পেলে খবর দিস, বন্ধু তখন আবার কথা হবে, আড্ডা হবে।
বিদীপ্তা চক্রবর্তী লিখেছেন, ছিঃ কাঞ্চন মল্লিক ছিঃ। অনন্যা চট্টোপাধ্যায় লিখেছেন, আপনি এই কথাগুলো বলতে পারলেন? একবার নিজের কথাগুলো কানে শুনেছেন? শুনে কি লজ্জা পেয়েছেন? আপনারা জনগণের অভিভাবক। আপনাদের উপর থেকে মানুষের বিশ্বাস, ভরসা শেষ হয়ে যেতে দেবেন না এভাবে। একা হয়ে যাবেন একদিন। দায়িত্ব নিয়ে কথা বলুন। পার্টি করলে সবাই খারাপ মানুষ হয়ে যায় না। এই বিশ্বাসের জন্ম দিন। আপনি জননেতা।
ঋত্বিক চক্রবর্তী কাঞ্চনকে ব্যঙ্গ করে কটাক্ষ করেছেন সোশ্যাল মিডিয়ায়। নাম না করেই ঋত্বিক নিজের ফেসবুকের পাতায় লিখেছেন ঘাটা মল্লিক/ চাটা মল্লিক/ ফাটা মল্লিক/টাটা মল্লিক। অর্থাৎ সুদীপ্তার মতো তিনি ত্যাজ্য করেছেন তৃণমূল বিধায়ক অভিনেতাকে।