আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: আরজিকর হাসপাতালে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আজ রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকে পালিত হলো মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও কর্মসূচি।বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন দুপুরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে আসে বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। মিছিলটি ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে শুরু হয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বিজেপি নেতা কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় ও সভা করে।
এদিনের এই বিক্ষোভ সভায় অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র, মনোজ ব্যানার্জি সহ ব্যারাকপুর বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা। আগামী ৪ তারিখ ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে রাত দখল কর্মসুচি গ্রহণের কথা জানান অর্জুন সিং। এদিন বিজেপি নেত্রী এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জড়িত থাকার দাবি করেন।