TMC, Anubrata, অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে আইসি’কে চ্যালেঞ্জ তৃণমূল ছাত্র নেতার

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১ জুন: এবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাপতি বিক্রমজিত সাউ। বোলপুর আইসির বাপ বাপান্তর করে ছাড়লেন ওই তৃণমূল ছাত্র নেতা। সেই সঙ্গে আইসি লিটন হালদারকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর হুমকি, অনুব্রত মণ্ডলের তুমি কিছু করতে পারবে না। পরে অবশ্য সংবাদ মাধ্যমের কাছে ক্ষমা চেয়ে নেন ছাত্র নেতা বিক্রমজিত।

বিক্রমজিত সাউ লাইভে পরিস্কার বলেছেন, “এই আইসি দুর্নীতিগ্রস্থ। তিনি বালি, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র রেখে চলেন। তার কু- কর্মের জন্য বোলপুরের গরিব মানুষদের ভুগতে হয়। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করছেন। লিটন হালদার একটা কাপুরুষ। তুমি বাপের বেটা হলে, দম থাকলে সত্য কথাটা বলো বালি মাফিয়া, বোলপুরের মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছ সেটা বলো। শান্তিনিকেতনে কবিগুরুর পদধূলি পড়েছিল। সেই মাটিকে তুমি কলঙ্কিত করেছ। তুমি তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত মণ্ডল নামে শক্তিকে দমানোর চেষ্টা করেছ। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত মণ্ডলের শক্তি কমবে না। তুমি এডিটিং করে তার ভয়েস তুলে আনার চেষ্টা করেছ। তুমি সত্যিই কী তোমার বউকে অনুব্রত মণ্ডলের কাছে দেখাতে নিয়ে গিয়েছিলে। তোমার চরিত্র এতটাই খারাপ। তুমি নিজেকে সেয়ানা ভাবছ? এর আগে অনেক পুলিশ অফিসার এসেছেন, গিয়েছেন তারা কেউ তোমার মতো বালি, পাথর থেকে পয়সা তোলেনি। তুমি দুর্নীতিগ্রস্থ। দম থাকলে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করো। তোমার দুর্নীতির সমস্ত তথ্য আমাদের কাছে আছে। তুমি ডালে ডালে চললে আমরা শিরায় শিরায় চলি। তুমি যে অন্যায় করেছ তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। অনুব্রত নামক শক্তিকে দমানো যায় না, যাবে না।

এই ফোন কলটা যে অনুব্রত মণ্ডলের সেটা প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? আবার বলছি তুমি দুর্নীতি পরায়ণ, চোর, জোচ্চোর, বালি মাফিয়াদের সঙ্গে সম্পর্ক রাখো লিটন হালদার। তুমি পারলে আমার নামে কেস করো। তুমি যদি ভাব ঈশ্বরের থেকে উঁচু জায়গায় আছো তাহলে মূর্খের স্বর্গে বাস করছ। ছিলে তো সিআইডির গ্যারেজ পোস্টিং। দল ও সরকার তোমাকে দয়া করে এই জায়গায় এনেছে। তোমার উচিত ছিল সাদাকে সাদা কালোকে কালো বলা। তুমি সেটা করোনি। তুমি মূর্খ।“

রবিবার এনিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্রমজিত সাউ বলেন, “আমি আবেগ বশত বলে ফেলেছি। আমি ক্ষমা চাইছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *