Anubrata, TMC, দ্বিতীয় নোটিশ এড়িয়ে গেলেন অনুব্রত

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১ জুন: দ্বিতীয় নোটিশ পাওয়ার পরও বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে হাজিরা দিলেন না তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। বদলে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ দেবব্রত সরকার ওরফে গগণ এবং আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য গিয়ে মহকুমা পুলিশ আধিকারিককে জানিয়ে এলেন অসুস্থতার জন্য হাজিরা দিতে পারছেন না। একই সঙ্গে গগণ জানান, ভাইরাল হওয়া কথোপকথন এ আই দ্বারা তৈরি করা হয়েছে। অনুব্রত ফোন করেননি।

প্রথম নোটিশ অবজ্ঞা করেছেন আগেই। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। তবে শনিবার বিকেলের দিকে বোলপুরের দলীয় কার্যালয়ে হাজির ছিলেন অনুব্রত মণ্ডল। এরপর মহকুমা পুলিশ আধিকারিক দ্বিতীয় নোটিশ পাঠান। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেই নোটিশও এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। রবিবার অনুব্রত ঘনিষ্ঠ গগণ সরকার বলেন, “অনুব্রত মণ্ডল অসুস্থ। তিনি বাড়িতে বিছানায় রয়েছেন। অনুব্রত মণ্ডল কোনও ফোন কল করেননি। ওটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের অন্য কেউও যুক্ত থাকতে পারে।” গগণের দাবি, ফোনই করেননি অনুব্রত। দল ক্ষমা চাইতে বলেছে, তাই চেয়েছে। দলের নির্দেশের বাইরে তিনি কিছুই করবেন না। অনুব্রত দলের অনুগত সৈনিক। দল যা করতে বলেছে তাই করেছে। দল যা বলবে তাই করবেন।”

আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য বলেন, “যা বলার মহকুমা পুলিশ আধিকারিককে জানিয়ে এসেছি। আমরা আইনের পথে লড়াই চালিয়ে যাব”। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা সংবাদ মাধ্যমের কাছে বলতে চাননি আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *