আমাদের ভারত, ৩১ মে:“শাসক দল তৃণমূল কংগ্রেসকে রাতারাতি শো কজের নাটক করতে বাধ্য হতে হয়েছে। আসলে গোটা তৃণমূলেই এমন লক্ষ লক্ষ অনুব্রত রয়েছে, যাদের প্রভাবে এভাবেই পুলিশ-প্রশাসনকে ভয়ে আতঙ্কে কাঁটা হয়ে থাকতে হয়।” শনিবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শনিবার তিনি একটি ছবি-সহ সামাজিক মাধ্যমে লিখেছেন, “বীরভূমের একজন পুলিশ আধিকারিকের শ্রদ্ধেয় মাতা এবং স্ত্রীকে যিনি অকথ্য এবং অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন, ধর্ষণের হুমকি দেন – সেই অনুব্রত মণ্ডলের কুকীর্তি তৃণমূল কংগ্রেসে দুর্ভাগ্যক্রমে প্রকাশ্যে এসে গেছে, তাই উপরের ছবিটি দেখলেই বোঝা যাবে, কিভাবে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর ব্যক্তিগত সেক্রেটারি এবং ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মঙ্গলকোট থানার কৈচর পুলিশ ফাঁড়ির আইসি’কে প্রকাশ্যে চমকাচ্ছে! হাতে চুড়ি পরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে!
আসলে এটা নতুন কিছু নয়। তৃণমূলের শাসন কালে পশ্চিমবঙ্গ পুলিশ এ ধরনের চাপে অভ্যস্ত হয়ে পড়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জঙ্গলরাজে, যেখানে গণতন্ত্রের বদলে ত্রাসের শাসন চলে, সেখানে পুলিশ প্রশাসনের হয় মেরুদণ্ড বিক্রি করতে হয়, নয়তো পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকা অনুব্রতদের হাতে অপদস্ত হতে হয়।”