TMC, Nirmal Chand Roy, campaign, Jalpaiguri, জলপাইগুড়ির ভ্রামরী দেবীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন লোকসভার তৃণমূল প্রার্থী নির্মল চন্দ রায়

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ মার্চ:জলপাইগুড়ির বোদাগঞ্জের ভ্রামরী দেবী মন্দিরে পুজো দিয়ে রবিবারের প্রচার কর্মসূচি শুরু করলো লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ রায়। এরপর ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে সভা করে প্রচার সারলেন প্রার্থী। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও বিদায়ী সাংসদ পাঁচ বছরে কোনো কাজই করতে পারেনি এই ধরণের ইস্যুকে সামনে রেখে প্রচার শুরু করেছে তৃণমূল।

এদিকে জলপাইগুড়ি বিজেপি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা এখনও হয়নি। প্রার্থী ঘোষণা না হওয়ায় বিজেপিকে প্রচারে খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু হয়েছে। এদিন ভ্রামরীদেবী মন্দিরে পুজো দেওয়ার পর সেখানকার দলীয় কর্মীদের সঙ্গে সভার মধ্য দিয়ে প্রচার ও দলের নেতা কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সারলেন প্রার্থী। তারপর সোজা দ্বিতীয় কর্মসূচি নিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় পৌঁছান প্রার্থী। সেখানে এই সভার মধ্যে দিয়ে কেন্দ্র সরকারের বঞ্চনা তুলে ধরলেন প্রার্থী তথা ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ রায়।

তিনি বলেন, “আমাদের দলের সব প্রার্থী এই বার্তা তুলে ধরে প্রচার করছে। আমাকে মানুষ যদি জিতিয়ে সংসদে পাঠায় তাহলে আমার প্রথম ও প্রধান কাজ হবে জলপাইগুড়ির সমস্যাগুলি তুলে ধরে সমাধান করা। তারপর রাজ্যের ইস্যু তুলে ধরা হবে। এদিন ভ্রামরী দেবীর পুজো করে প্রচারে বের হয়েছি। এই প্রচারকে জনগর্জন, ন্যায় অধিকার যাত্রা কিংবা বিজেপির বিসর্জন যাত্রা বলা যেতে পারে। তবে আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *