12 July committee, Convention, jalpaiguri, জলপাইগুড়ি ১২ জুলাই কমিটির ডাকে কনভেশন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ মার্চ: লোকসভা ভোটকে পাখির চোখ করে দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে শ্রমিক কর্মচারী শিক্ষক যুক্ত আন্দোলন মঞ্চের জলপাইগুড়ি ১২ জুলাই কমিটির আহ্বানে কনভেশন হল রবিবার। এদিন শহরের বাবু পাড়ার কর্মচারী ভবনে এই কভেশন থেকে রাজ্য ও কেন্দ্র সরকার যেভাবে সাধারণ মানুষকে বঞ্চনা করছে এর অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়।

কনভেশনে প্রধান বক্তা ছিলেন সিআইটিইউ কেন্দ্র কমিটির নেতা আভাস রায় চৌধুরী। কমিটির দাবি, লোকসভা ভোটে সরকারি কর্মীরা কাজ করবেন। বিগত ভোটে সরকারি কর্মীরা আক্রান্ত হয়েছেন দুষ্কৃতীদের দ্বারা। এদিনের কনভেশন থেকে সরকারি কর্মীদের সুরক্ষার দাবি তোলা হয়। এছাড়া সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বুথ দখল করে ভোট লুট হয়েছে। সুষ্ঠু ও অবাধ ভোট করার দাবি তোলা হয়।

কমিটির যুগ্ন আহ্বায়ক বাণীব্রত সাহা বলেন, “২০১৯ সালে লোকসভা ভোটে ঘোষণা করা হয়েছিল বছরে দুই কোটি বেকারের চাকরি হবে, কিন্তু হয়নি। এদিকে সরকারি দফতরগুলি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা হচ্ছে। সঙ্গে দেশটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এদিকে রাজ্যে গণতন্ত্র পুনরুত্থান করতে আমাদের প্রচার চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *