সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ মার্চ: বাঁকুড়া জেলার দুটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে ২৫ মে। বিজ্ঞপ্তি জারি হবে ২৯ এপ্রিল। সেই দিন থেকেই মনোনয়ন জমা শুরু হবে বলে জানান জেলাশাসক সিয়াদ এন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি চালু হয়ে গেছে। ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল। জেলার দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা ২৪৬ রঘুনাথপুর (তপশিলি) ২৪৭ শালতোড়া (তপশিলি) ২৪৮ ছাতনা, ২৪৯ রানীবাঁধ (তপশিলী উপজাতি), ২৫০ রাইপুর (তপশিলী উপজাতি) ২৫১ তালডাংরা, ২৫২ বাঁকুড়া সদর।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রেও সাতটি বিধানসভা, তার মধ্যে ২৫৩ বড়জোড়া, ২৫৪ ওন্দা, ২৫৫ বিষ্ণুপুর, ২৫৬ কোতুলপুর (তপশিলি), ২৫৭ ইন্দাস (তপশিলি), ২৫৮ সোনামুখী (তপশিলী ),২৫৯ খন্ডঘোষ (তপশিলি), ২৯ এপ্রিল থেকে ৭মে প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা তিনটে পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে বলে জেলাশাসক জানান। ৭ মে মনোনয়ন পত্র স্ক্রুটিনি,
এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ঘোষণা করা হয়েছে ৯ মে।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, বিষ্ণুপুর লোকসভা। কেন্দ্রের নির্বাচনী আধিকারিক অতিরিক্ত জেলা শাসক নকুল চন্দ্র মাহাতো। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৫০৬৪২১, তারমধ্যে মহিলা ভোটার ৭৪৬৭৫৩। বিষ্ণুপুর (সংরক্ষিত) লোকসভা আসনের মোট ভোটার ১৫০৩২৯১। তার মধ্য মহিলা ভোটার ৭৪০৯১৮।
জেলা শাসক আরোও জানান, এ পর্যন্ত ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে হাজির। পরবর্তীতে আরোও কোম্পানি আসছে।