পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে জেলা তৃণমূল কিষাণ ক্ষেত মজুর সেলের উদ্যোগে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি পূর্ণেন্দু বসু, সনৎ মাহাতো, বিধায়ক অজিত মাইতি, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক দিনেন রায়, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা সহ অন্যান্য জেলা তৃণমূলের কর্মী সমর্থকরা।
মূলত আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো মজবুত করার পাশাপাশি আগামী দিনের কী কী কর্মসূচি রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি নিজের এলাকার সংগঠনকে মজবুত করার বার্তা দেওয়া হয় এই সম্মেলনের মধ্যে দিয়ে।