Yogi, BJP, ১০০ হিন্দুর মাঝে ১ মুসলিম সুরক্ষিত হলেও ১০০ মুসলিমের মাঝে ৫০ হিন্দু নিরাপদ না, বাংলাদেশের উদাহরণ টেনে বললেন যোগী

আমাদের ভারত, ২৬ মার্চ: দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বড় দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, ১০০ হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার সুরক্ষিত হলেও ১০০ মুসলিম পরিবারের মধ্যে একটি হিন্দু পরিবার সুরক্ষিত নয়। এমনকি ৫০ হিন্দু পরিবারেরও সুরক্ষা নেই। সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ দাবি করেছেন, যদি কোনো এলাকায় ১০০ মুসলিম পরিবার থাকে, সেখানে ৫০ জন হিন্দু সুরক্ষিত নয়। এ প্রসঙ্গে বাংলাদেশের উদাহরণ তুলে আনেন তিনি। গত কয়েক মাসে সেখানে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, মন্দিরে হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে তার উল্লেখ করেছেন যোগী আদিত্যনাথ।

তাঁর বক্তব্য, ১০০ হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার থাকলে তারা সুরক্ষিত। তাদের নিজেদের ধর্ম পালনে স্বাধীনতা থাকে। কিন্তু ১০০ মুসলিম পরিবারের মধ্যে ৫০ জন হিন্দু সুরক্ষিত কি? সুরক্ষিত যে নয়, বাংলাদেশ তার উদাহরণ। এর আগে উদাহরণ ছিল পাকিস্তান, আফগানিস্তান।

আট বছর ধরে উত্তরপ্রদেশে ক্ষমতায় রয়েছেন যোগী, সেখানে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে প্রশ্ন করলে যোগী দাবি করেছেন, ২০১৭ থেকে উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। যোগীর বক্তব্য, উত্তরপ্রদেশেই মুসলিমরা সবচেয়ে নিরাপদ। তাঁর কথায়, হিন্দুরা যদি নিরাপদ হন তাহলে ওরাও নিরাপদ। ২০১৭ সালের আগে উত্তর প্রদেশে দাঙ্গা হলে হিন্দুদের দোকানে আগুন জ্বললে মুসলিমদের দোকানেও আগুন জ্বলতো। হিন্দুদের বাড়িতে আগুন জ্বললে পুড়তো মুসলিমদের বাড়িও। ২০১৭ সালের পর থেকে দাঙ্গা বন্ধ।

তিনি জানিয়েছেন, তিনি সকলের উন্নয়নের বিশ্বাসী। সকলের আস্থা অর্জনে পক্ষপাতি। সেই নীতি মেনেই কাজ করছেন তিনি। তাঁর দাবি, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম।

সম্ভলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মসজিদের নিচে মন্দির খোঁজার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সম্ভলে যত সম্ভব মন্দির পুনরোজ্জীবিত করবে সরকার। তিনি বলেন, সম্ভলে ৬৪টি তীর্থক্ষেত্র রয়েছে। আমরা ৫৪টির খোঁজ পেয়েছি। যাই হোক না কেন, আমরা খুঁজে বের করবো। গোটা বিশ্বকে দেখাবো সম্ভলে কী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *