SUCI, East Midnapur, ১৬ দফা দাবিতে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ডেপুটেশন ও স্মারকলিপি এসইউসিআই- এর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ মার্চ: জনজীবনের বিভিন্ন দাবি সহ জেলার সার্বিক উন্নয়নের ১৬ দফা দাবিতে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ও কোলাঘাট- পাঁশকুড়া- তমলুক- শহিদ মাতঙ্গিনী- ময়না সহ জেলার সমস্ত ব্লকগুলিতে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। জেলাশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়। ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন দলের জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি, সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, মধুসূদন বেরা, সুব্রত দাস প্রমুখ।

দাবিগুলির মধ্যে অন্যতম হলো- কৃষকের ফসলের ন্যায্য দাম সুনিশ্চিত সহ আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালু, জেলায় প্রিপেড স্মার্ট মিটার বসানো বন্ধ, রাজস্ব বৃদ্ধির অজুহাতে জেলার কোথাও নুতন করে মদের দোকান চালু না করা, জেলার গেটওয়ে মেচেদা সহ প্রতিটি বাসরুটে রাত ১০টা পর্যন্ত শেষ বাস চালু ও বাসে ভাড়া সংক্রান্ত সরকারি নির্দেশিকা টাঙিয়ে ওই ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ, পান- ফুল- লঙ্কা সহ সমস্ত কৃষিপণ্য সংরক্ষণে জেলায় সরকারি উদ্যোগে বহুমুখী হিমঘর এবং গবেষণাগারও নির্মাণ, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের স্বভবন নির্মা করে পূর্ণাঙ্গ রূপ প্রদান, জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণ, জেলায় সরকারিভাবে একটি আইন ও আর্ট কলেজ স্থাপন, হলদিয়া- নন্দীগ্রাম- তেরপেখিয়া- ট্যাংরাখালি- পুরষাঘাট সহ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নদীর উপর কংক্রিটের ব্রিজ নির্মাণ প্রভৃতি। এছাড়াও পাঁশকুড়া, তমলুকের ধারিন্দা, মাণিকতলা ও তালপুকুরে রেল লাইনের উপর ফ্লাইওভার নির্মাণ ও ১৬ নম্বর জাতীয় সড়কের দেউলিয়া এবং ১১৬বি জাতীয় সড়কে মহাশ্বেতা সহ গুরুত্বপূর্ণ স্থানে ক্রসিং-এ ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণের দাবি জানানো হয়।

জেলা সম্পাদক প্রণব মাইতি জানান, উপরোক্ত দাবিতে আগামী ৩ এপ্রিল জেলা শাসক দপ্তরে আইন অমান্য করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *