পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ মার্চ: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের একটি গুরুত্বপূর্ণ খাল হলো দেহাটি খাল। খালটি দিয়ে পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের শতাধিক মৌজার নিকাশী জল ও সেচের জলে বোরো চাষ হয়। গুরুত্বপূর্ণ ওই খালের বরদাবাড় সংলগ্ন স্থানে খালের ভেতরের দিকে পুলশিটা গ্রাম পঞ্চায়েতের মিহিটিকিরীর বাসিন্দা স্বপন পাত্র প্রায় ১৫ বছর পূর্বে সন্দীপা হোটেল নামে একটি হোটেল নির্মাণ করে ব্যবসা শুরু করেন। পরবর্তী সময়ে খালের ভেতরের দিকে ওই নির্মাণ আরো সম্প্রসারিত করলে সেচ দপ্তরের আবেদনক্রমে জেলা প্রশাসন তা ভেঙ্গে দেয়। ওই স্থানে হোটেল থাকার কারণে প্রায়শই হোটেল সামনে রাস্তার উপর নানা ধরনের গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে থাকার ফলে সাধারণ মানুষ সহ মোটর সাইকেলে যাতায়াতকারী লোকজনদের যাতায়াতের সময় প্রচন্ড অসুবিধের মধ্যে পড়তে হত।
গত ২৪ মার্চ ওই হোটেল মালিক আরও খানিকটা খালের জায়গা দখল করে ঐ বেআইনি নির্মাণের উদ্যোগ নেয়। ২৫ মার্চ সকালে রেলের পাত ফেলে কাঠামো তৈরি করা শুরু করে। ইতিমধ্যে সেচ দপ্তরের দেনান সেকশনের সেকশন্যাল অফিসার ঐদিন দুপুরে একটি নোটিশ দিয়ে ওই ব্যক্তিকে ওখানে কাঠামো তৈরি করা থেকে বিরত থাকতে বলেন। এবং যে কাঠামো তৈরি হয়েছে তা ভেঙ্গে নিতে বলেন। শুধু তাই নয়, ওই নোটিশে জানানো হয়, ৭ দিনের মধ্যে বেআইনি ওই কাঠামো ভেঙ্গে না নিলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আশ্চর্যের বিষয়, ওই নোটিশকে উপেক্ষা করেই গতকাল বিকেলে ওই লোহার পাতের উপর আরও একটি বড় কাঠামো এনে বসিয়ে বিরাট অংশ বেআইনিভাবে দখল নেয় হোটেল মালিক।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বর্ষার সময় জেলার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হওয়ার পর জেলা প্রশাসন খালের ভেতরে থাকা জলনিকাশিতে বাধা সৃষ্টিকারী বেআইনি নির্মাণ ভেঙ্গে দেওয়ার কথা ঘোষণা করলেও এখনো তা কার্যকর হয়নি। ইতিমধ্যে ওই বেআইনি নির্মাণকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র শোরগোল দেখা দিয়েছে।