সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ নভেম্বর: প্রত্যাশা মতোই তালডাংরা বিধানসভা আসনটি তৃণমূলের দখলেই রইলো।শুধু তাই নয়, গত বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের থেকে প্রায় তিনগুণ ভোট বেড়েছে পেয়েছে তৃণমূলের।
তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী লোকসভা নির্বাচনে জয়ী হওয়ায় এই আসনে উপনির্বাচন হয়। আজ সিমলাপালে গণনা শুরুর পর থেকেই দেখা যায় তৃণমূল এগিয়ে। বাঁকুড়ার তালডাংরা বিধানসভার উপনির্বাচনে মোট ১২ রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেসের ফাল্গুনী সিংহ বাবুর প্রাপ্ত মোট ভোট ৯৮,৯২৬। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীকে ৩৪০৮২টি ভোটে হারিয়ে জয়লাভ করেছেন। বিজেপির প্রার্থী অন্যনা রায় চক্রবর্তী মোট ভোট পেয়েছেন ৬৪৮৪৪ টি। ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসবাদীর প্রার্থী দেবকান্তি মাহান্তি মোট ভোট পেয়েছেন ১৯৪৩০টি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী তুষার কান্তি সন্নিগ্রাহী মোট ভোট পেয়েছেন ২৮২২টি, নির্দল প্রার্থী সাগর চন্দ্র দুলে মোট ভোট পেয়েছেন ১৫২৭, এছাড়াও নোটাতে ভোট পড়েছে ২৪৪৬টি।
উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই এই কেন্দ্রের দিকে দৃষ্টি ছিল রাজনৈতিক মহলের। একদা বাঁকুড়া পৌরসভার তৃণমূলের কাউন্সিলর অন্যনা রায় চক্রবর্তীকে প্রার্থী করে বিজেপি চমক দেয়। তারপর ঘটে যায় আর জি কর কান্ড। তার প্রভাব বাক্সে টানতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্য নেতারা প্রচারে এসেছিলেন। অপরদিকে তৃণমূল জয়ের মার্জিন বাড়াতে পারে কি না তা দেখার অপেক্ষায় ছিল রাজনৈতিক মহল। ফল প্রকাশ হতেই দেখা গেল, আর জি করের কোনও প্রভাব তো নেই, উল্টে তৃণমূল ভোট বাড়িয়ে নিয়েছে প্রায় আড়াই গুণ। গত বিধানসভা ভোটে অরূপ চক্রবর্তী ১২,৩৭৭ ভোটে জয়লাভ করেছিলেন। সেখানে তৃণমূলের ফাল্গুনী সিংহবাবু ৩৪০৮২ ভোটে জয়ী হয়েছেন।
বিজয়ী তৃণমূলের প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর এই জয় তৃণমূলের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলে মন্তব্য করে বলেন এই জয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছেন। বিজেপি শিবিরের কোনও প্রতিক্রিয়া না মিললেও এর জন্য সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করছেন বিজেপি কর্মীরা।