Girl, Ashoknagar, কিশোরীকে মদ্যপান করিয়ে গণ নির্যাতন, কিশোর প্রেমিক-সহ অশোকনগরে গ্রেফতার ৩

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ নভেম্বর: প্রেমিকের সঙ্গে ঘুরতে বেড়িয়ে গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী। গ্রেফতার প্রেমিক-সহ তার আরও দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দুই জন কিশোর। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোর প্রেমিকের সঙ্গে বাইকে করে ঘুরতে যায় নির্যাতিতা। সেই সময় কিশোরীকে বাড়ির কাছে একটি স্কুল ঘরের পিছনে নিয়ে যায় অভিযুক্ত প্রেমিক। অভিযোগ, সেখানে নাবালিকাকে মদ্যপান করানো হয়। এরপর অভিযুক্ত সেখানে তার আরও দুই বন্ধুকে ডেকে নিয়ে আসে। তারপর মদ্যপ অবস্থায় তিনজনে মিলে নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। সেখান থেকে কোনও মতে পালিয়ে বাঁচে নাবালিকা। গভীর রাতে বাড়ি পৌঁছোয় সে। বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়৷

বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃত তিনজনকে নিয়ে ঘটনাস্থলে যান হাবড়ার এসডিপিও, সি আই হাবড়া, হাবড়া থানার এসআই এবং অশোকনগর থানার ওসি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়।

পুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয় কাউন্সিলর বলেন, “অভিযোগ পেয়ে সময় নষ্ট করেনি পুলিশ৷ শীঘ্রই পদক্ষেপ করেছে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তবে সময় থাকতে প্রশাসন সতর্ক হলে এই ধরনের ঘটনা ঘটত না ৷” তাঁর দাবি, এলাকায় রাত হলেই নেশা করার জন্য হাজির হয় সকলে। প্রশাসনকে বিষয়টি আগে জানানো হয়েছিল। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *