পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শনিবার রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ছিল ভোট গণনা। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা পর্ব শুরু হয়েছিল সকাল থেকেই। প্রথম থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। অবশেষে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করলেন তিনি।
এদিন জয়লাভের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তাঁর এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেন। পাশাপাশি ধন্যবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন,যেসব এলাকায় বিরোধীদের কাছ থেকে ভোট ছিনিয়ে নেওয়া যায়নি সেই সব এলাকায় সাংগঠনিকভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। পাশাপাশি যেসব এলাকায় যা সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন সুজয় হাজরা।
অন্যদিকে বিভিন্ন অঞ্চলে নদী ভাঙ্গনের সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের কথাও তিনি এদিন জানান। অন্যদিকে সুজয় হাজরার জয়লাভের পর উচ্ছ্বসিত হয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। সবুজ আবির খেলে এদিন নাচতেও দেখা যায় তাদের।