আমাদের ভারত, নদিয়া, ২৩ নভেম্বর: স্নান করতে গিয়ে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল দুই বালক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটের। জানাযায়, প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন। ঠিক তখনই দুই বালক গেঞ্জি খুলে স্নান করতে নামে। দীর্ঘক্ষণ ওই দুইজন ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল। পরে ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎ জলে তলিয়ে যায় তারা। এরপর আর উঠে আসেনি। খবর জানাজানি হতে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই বালকের বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। তাদের অনুমান ওই দুই শিশু স্টিমার ঘাট সংলগ্ন এলাকার না হলেও শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকবে। পুলিশ ওই দুই কিশোরের পরিচয় জানার পাশাপাশি তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে এই ঘটনায় রীতিমত নেমে এসেছে এলাকায় শোকের ছায়া।