পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের লালুয়া ৮ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেই সঙ্গে এলাকার দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট, জেলা পরিষদের সদস্যা তথা তৃণমূলের জেলা মহিলা নেত্রী মামণি মান্ডি সহ অপর এক সদস্যা পলি সাহা সহ অঞ্চল প্রধান, গ্রাম পঞ্চায়েত এবং এলাকার শতাধিক তৃণমূল কর্মী।