পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: বাংলাকে তার প্রাপ্য ১০০ দিনের কাজের বকেয়া অর্থ এবং আবাস যোজনার টাকা না দিয়ে রাজ্যবাসীকে বঞ্চনা হলে বলে অভিযোগ তৃণমূলের। তার প্রতিবাদে আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল। সেই সভাকে সফল করার লক্ষ্যে শনিবার মেদিনীপুর জেলাপরিষদ হলে প্রস্তুতি সভা করল তৃণমূল। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ডাঃ মানস ভুঁইঞা, শ্রীকান্ত মাহাত, দলের জেলা সভাপতি সুজয় হাজরা, বিধায়ক জুন মালিয়া, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, পুরপ্রধান সৌমেন খান সহ অন্যান্যরা।
সভামঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারের রাজ্যের প্রতি বঞ্চনার কথা তুলে ধরে আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানান দলের রাজ্য সভাপতি সহ অন্যান্য নেতারা। পাশাপাশি সুব্রত বক্সি আরও বলেন, প্রার্থী মোটা হোক, কালো হোক, ফর্সা হোক, রোগা হোক, কানা হোক, যার হাতে তৃণমূলের পতাকা থাকবে তাকে আমরা নিশ্চিত ভাবে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে বাস্তবায়িত করবো আর ভারতবর্ষের মানুষ যে স্বপ্ন দেখে তা আমরা পূরণ করবো।