সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ ফেব্রুয়ারি: সরকারি পাট্টা বিলির অনুষ্ঠান মঞ্চ ছেয়ে গেল তৃণমূলের ঘাসফুল ঝান্ডায়। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। সরকারি অনুষ্ঠানে দলবাজির ঘটনাটি সামনে আসতে সমালোচনার ঝড় তুলেছে বিরোধী সিপিএম ও বিজেপি। যদিও শাসক দলের কেউ বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।
এদিন সকালে হাবড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে সরকারি পাট্টা বিলি কর্মসূচি ছিল। বাণীপুর শ্যাম সাহার মোড় চত্বরের একটি মাঠে ওই কর্মসূচি হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে মোট ৮৬ জনের হাতে পাট্টার কাগজ তুলে দেওয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পুর প্রশাসক নীলিমেশ দাস-সহ সরকারি আধিকারিকরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সরকারি কর্মসূচির মঞ্চ হলেও তা ছেয়ে ফেলা হয়েছিল তৃণমূলের দলীয় পতাকায়। শুধু তাই নয়, মঞ্চের ফ্লেক্সেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশে ঘাসফুল প্রতীকের ছবি ছিল। বিষয়টি জানাজানি হতেই সমালোচনার ঝড় তুলেছে সিপিএম ও বিজেপি। যদিও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা তৃণমূলের কোনও নেতা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
বিজেপির জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, এটা রাজ্য সরকারের অভ্যাসের পরিণত। সরকারি কাজেও তৃণমূলের ঝান্ডা এটা নতুন কিছু নয়। রাজ্য সকারের যত গুলি সরকারি অনুষ্ঠান হয়েছে তাতে তৃণমূলের ঝান্ডা লাগাতে দেখা গিয়েছে। এটা ঠিক নয়। এটা মানুষের কাছে নিন্দনীয়। এমনকি পুলিশকে দিয়েও দলের কাজ করছে তৃণমূল। ভারতীয় জনতা পার্টির বলতে চায় দল চলুক দলের মতো, সরকার চলবে সকারের মতো।