সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৭ ফেব্রুয়ারি: পুরুলিয়া জেলার বলরামপুর থানার সিআরপিএফের
কুমারি কানন ক্যাম্প থেকে এক জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। এক সতীর্থকে ঝুলন্ত অবস্থায় দেখেন কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সেখানেই ওই জওয়ানকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তড়িঘড়ি বাঁশগড় হাসপাতালে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই জওয়ানের নাম প্রভাকর রাজেনকর (৪৫)। বাড়ি মহারাষ্ট্রে। কী কারণে এমন ঘটনা ঘটল সে বিষয়ে মুখ খুলতে নারাজ সিআরপিএফ আধিকারিক থেকে স্থানীয় থানার পুলিশ প্রশাসন। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।