রাজীবের পক্ষে কথা বলায় বেসুরো বৈশালীকে বহিষ্কার তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ২২ জানুয়ারি: রাজীব বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে দলের প্রতি ক্ষোভ জানাচ্ছিলেন, তখন থেকেই তাঁর সমর্থনে এবং তৃণমূলের বিরুদ্ধে কথা বলছিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। শুক্রবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়েও সংবাদমাধ্যমে রাজীবের পক্ষেই বক্তব্য রাখেন তিনি। এরপরেই দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।

এই খবর শুনে বৈশালী দেবী জানিয়েছেন, ‘আমি খুব খুশি হলাম। কংগ্রেস থেকে আসা লোকেদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী চলছেন। তৃণমূলে যাঁরা আছেন, তাঁদের চেয়ে অন্য দল থেকে আসা লোকেদের বেশি গুরুত্ব দেন। ভাল হল, আমাকে বিড়ম্বনায় ফেলা হল না। বলেছিলাম, দলের মধ্যে উইপোকারা পুরনো কর্মীদের কাজ করতে দেয় না, তাদের সরিয়ে দেওয়া উচিত। স্বচ্ছ ভাবমূর্তির মানুষের এখানে জায়গা নেই। নেতাদের সঙ্গে আস্তে আস্তে স্বচ্ছ ভাবমূর্তির ভোটাররাও সরে যাবে। ভিতরের খবর তুলে ধরতে পারব। রাজীব বা অন্য কারও মতো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হল না। মানুষের জন্যে কাজ করব, মানুষের পাশে থাকব।’

দিন কয়েক আগের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দিয়েছিলেন বৈশালী ডালমিয়া। তিনি বলেছিলেন, ‘তৃণমূলস্তরে একাংশ দলটাকে উইপোকার মতো কুরে কুরে খাচ্ছে। পুরনো কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না। নতুন কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে না। কয়েকজন মানুষ দলটাকে নষ্ট করে দিচ্ছে।’ শুভেন্দু অধিকারীকে ‘মীরজাফর’ বলা নিয়েও আপত্তি করেন বৈশালী। তাঁর অভিমত,’শুভেন্দু দা দলে সম্মান পেতেন। দল ছাড়তেই বেইমান, জোচ্চোর হয়ে গেল!’ এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করার পরে তাঁর মন্তব্য শুনে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *