আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ জানুয়ারি:
আজ উত্তর ২৪ পরগনার গোবরডাঙা টাউন হলে মতুয়াদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এসেছিলেন মন্ত্রী ব্রাত্য বসু এবং সৌগত রায়। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে দু’জনেই বৈশালী ডালমিয়া ও রাজীব বন্দোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। ব্রাত্য বসু বলেন, “কে বৈশালী ডালমিয়া? আমি চিনি না। রাজীব বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারন করা হয়েছে। উনি ভুল করলেন, এটা আমার ব্যক্তিগত মতামত।”
এরপর সৌগত রায় বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে অপসারনের পর বৈশালী ডালমিয়া দল বিরোধী মন্তব্য করেছেন। দল এতদিন ওর প্রতি ধৈর্য্য দেখিয়েছিল। আজ ওকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল কতদিন সহ্য করবে?