নেতাজির আদর্শেই এগিয়ে যাক আত্মনির্ভর ভারতের গঠনের কাজ , রাজ্যে আসার আগে হরিপুরার স্মৃতি বিজড়িত টুইট মোদীর

আমাদের ভারত, ২১ জানুয়ারি:শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পরাক্রম দিবস হিসেবে কেন্দ্রীয় সরকার পালন করার ঘোষণা করেছে। আগামীকাল সেই উপলক্ষেই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকেই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আরো অন্যান্য কর্মসূচি রয়েছে তাঁর। কলকাতায় আসার আগেই টুইট করে নেতাজির আদর্শকে পাথেয় করে চলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। টুইটারে নেতাজির জীবনের অন্যতম বড় অধ্যায় হরিপুরায় ২০০৯ সালে তিনি একটি প্রকল্প সূচনা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সেদিনের স্মৃতি বিজড়িত একাধিক বিষয় ও ছবি টুইটারে পোস্ট করেছেন মোদী।

মোদী লিখেছেন, আগামীকাল পরাক্রম দিবস নেতাজির জন্ম জয়ন্তী। দেশের বিভিন্ন প্রান্তের নানা অনুষ্ঠান হচ্ছে দিনটিকে কেন্দ্র করে। তবে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গুজরাটের হরিপুরায়। দুপুর একটায় এই অনুষ্ঠানে আপনারা যোগ দিন। হারিপুরা সঙ্গে নেতাজির বিশেষ সম্পর্ক ছিল। ১৯৩৮ সালে হরিপুরা অধিবেশনে কংগ্রেসের দায়িত্ব পেয়েছিলেন নেতাজি। আগামীকাল হরিপুরার একটি অনুষ্ঠানে নেতাজিকে শ্রদ্ধা জানানো হবে।


অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন নেতাজির জন্মদিন উপলক্ষে আমার ২০০৯ সালের কথা মনে পড়ছে। ওই বছরের ২৩ জানুয়ারি আমরা হরিপুরা থেকে চালু করেছিলাম ই-গ্রাম-বিশ্বগ্রাম প্রকল্প। গুজরাটে গ্রামীণ এলাকায় তথ্যপ্রযুক্তি সুবিধে ছড়িয়ে দিয়ে এটি বিপ্লবের কাজ করেছিল।

হরিপুরায় নেতাজী জন্ম জয়ন্তী সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, হারিপুর আর মানুষের নেতাজি সম্পর্কে আবেগের কথা ভুলবো না। ১৯৩৮ সালে নেতাজি যে রাস্তায় হেঁটে ছিলেন সেই রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে শোভাযাত্রায় আমিও হেঁটেছি। হারিপুরা যে জায়গায় নেতাজি ছিলেন সেই জায়গাটিও দেখে এসেছি।

কলকাতায় আসার আগে প্রধানমন্ত্রীর আহ্বান আত্মনির্ভর ভারত গড়ার কাজে নেতাজির আদর্শ আমাদের পাথেয় হোক। সুভাষ চন্দ্র বসুর আদর্শ আরো সুন্দর পৃথিবী গড়তে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *