আমাদের ভারত, হাওড়া, ২২ জানুয়ারি: শুক্রবার মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তাঁর পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই রাজীব বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে একে একে তোপ দাগলেন জেলার একাধিক নেতা।
এদিন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, আর কয়েকদিন পরেই নির্বাচন তখন আর কেউ মন্ত্রী থাকবে না। সুতরাং এখন এই সময় মন্ত্রী পদ থেকে পদত্যাগ নাটক ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়লেও দলের কোনো ক্ষতি হবে না। এমনকি অন্য দলের হয়ে প্রার্থী হলে তিনি লক্ষাধিক ভোটে হারবেন, বলেও দাবি করেন অরূপ রায়। তিনি বলেন হাওড়ায় তৃণমূল কংগ্রেস একটা সমুদ্রের মত। সুতরাং সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে এরকম সমুদ্রের কোনও ক্ষতি হয় না সেই রকম একটা দল থেকে চলে গেলেও তৃণমূলের কোনও ক্ষতি হবে না।
অন্যদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রীপদ থেকে পদত্যাগ করার পরেই সরব হয়েছেন তৃণমূল নেতা কল্যাণ ঘোষ। তিনি বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় দলকে ব্ল্যাকমেল করছেন। দলের ক্ষতি করার পাশাপাশি বিজেপিকে সাহায্য করেছেন। তিনি অভিযোগ করেন, গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে তার বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তাঁকে হারানোর কান্ডারী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই সময় তার মন্ত্রী পদ চলে যেতে বসেছিল কিন্তু তিনি হাতে-পায়ে ধরে মন্ত্রী পদ বাঁচিয়েছিলেন। তার অভিযোগ দলের হয়ে কাজ করার অনেক সুযোগ পেয়েছিলেন কিন্তু সেটা না করে তিনি দলের শক্তিক্ষয় করার চেষ্টা করেছেন।