TMC, Keshpur, কেশপুরের সুরতপুর এলাকায় ত্রাণ বিতরণ তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: বন্যা পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন জেলার লক্ষ লক্ষ মানুষ। ক্ষয়ক্ষতিও হয়ে বিস্তর। দুর্গতদের পাশে দাঁড়াতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের উদ্যোগে ১০ হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করছেন নেতা-কর্মীরা। জেলার প্রত্যন্ত এলাকায় ছুটে যাচ্ছেন প্রথম সারির নেতা, বিধায়ক সহ জনপ্রতিনিধিরা। রবিবার কেশপুর ব্লকের সুরতপুর এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করে তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, তৃণমূলের ব্লক সভাপতি প্রদ্যোৎ পাঁজা সহ দলীয় নেতৃত্ব।

এদিন প্রায় এক হাজারের বেশি মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় দলীয় নেতৃত্ব। তবে তৃণমূলের কটাক্ষ, ভোট নেই বলে বন্যা পরিস্থিতিতে ময়দানে নেই বিজেপির নেতা-কর্মীরা। স্থানীয় বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষকে কোনওভাবেই সহযোগিতা করছে না।

জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, মানুষের পাশে থাকাই আমাদের প্রধান কর্তব্য। তাই বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে। এই প্রক্রিয়ায় স্থানীয় নেতৃত্ব ভীষণভাবে সহযোগিতা করছে। আমরা চাই কম করে ১০ হাজার মানুষের কাছে ত্রাণ নিয়ে পৌঁছতে। ত্রাণ সামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন জেলার প্রত্যন্ত এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *