Suvendu, Ghatal, “সরকার আছে নাকি? সরকার নেই,” ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে বললেন শুভেন্দু

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: সরকার আছে নাকি? সরকার নেই। ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে দাসপুর থানার অন্তর্গত কুমারচকে এই কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কুমারচকে পরপর বেশ কয়েকটি বাড়ি বন্যার ফলে বসে গিয়েছে। ওই বাড়ির বাসিন্দারা কোনমতে বাড়ির বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন। শুভেন্দু অধিকারী ওই গ্রামে পৌঁছানোর পর গ্রামের মহিলারা কান্নায় ভেঙে পড়েন। মহিলারা বলেন, প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের বাড়ি বলে কিছু নেই। শুভেন্দুবাবু তাদের বাড়ির বিষয়ে আশ্বাস দেন। শুভেন্দু বলেন, ২৫ থেকে
৩০টা মৌজা আছে। তার জন্য মাত্র ১০০টি ত্রিপল বরাদ্দ করেছে সরকার, অথচ আমরা আটশো থেকে হাজারটা ত্রিপল এখানে বিলি করেছি।

তিনি বলেন, সরকারের উচিত খাবার, শিশুখাদ্য, ত্রাণ, জলের পাউচ প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া, কিন্তু এই সরকার কোনো কাজ করছে না। তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন তিনি সব জানেন কোনো পরামর্শ নেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *