পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: তৃতীয়া ও চতুর্থী থেকে শুরু হয়ে গেছে পশ্চিম মেদিনীপুরে একাধিক পুজোর উদ্বোধন। ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় ছিল মন্ডপে মন্ডপে। তবে সকল মানুষ যাতে সমান সুবিধা ভোগ করে এবং নতুন জামা পরে মন্ডপে ঠাকুর দেখতে যেতে পারে তার জন্য উদ্যোগী হল মেদিনীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব বসু ওরফে সৌরভ। মূলত ঌ নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় আসন্ন শারদীয়া উপলক্ষে এলাকায় সাত শতাধিক দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু, ওয়ার্ড কমিটির সম্পাদক মুরলি মোহন মান্না, ওয়ার্ড কমিটির সদস্য নবেন্দু সেন, কাজরি বসু,শিবপ্রসাদ ভুঁইঞা, লক্ষীকান্ত মন্ডল, অমল দাস, সুতনু কুমার দাস, স্বপন দাস, সঞ্জয় সিট, সুরেশ ভুঁইঞা, রণবীর দাস, বিশ্বজিৎ মুখার্জি, তিমির সেন সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব বসু বলেন, ”প্রতিবছরের মতন আমাদের এই বছরও বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হলো। মূলত পৌরসভার সহযোগিতায় সেইসঙ্গে আমাদের ওয়ার্ড কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান সম্পূর্ণ হল। প্রতিটা মানুষই এই পুজোয় নতুন জামা কাপড় পরে অংশ গ্রহণ করুক, এটাই আমরা চাই।
পাশাপাশি এদিন সন্ধ্যায় ধর্মা সার্বজনীন দুর্গোৎসব সমিতির ৪৭তম বর্ষে মন্ডপের উদ্বোধন করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি বিধায়ক অজিত মাইতি, মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান শ্রী প্রদ্যুৎ ঘোষ, সমাজসেবী সন্দীপ সিংহ, পুজো কমিটির সভাপতি তথা কাউন্সিলর সৌরভ বসু, দুলাল দত্ত, মুরলি মোহন মান্না, নব্যেন্দু সেন, নবকুমার পাত্র, বিশ্বনাথ মাঝি, জগন্নাথ দাস, রবিন সাঁতরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।