BJP, Kolkata, হরিয়ানায় সাফল্যে কলকাতায় বিজেপি-র একাধিক দলীয় দফতরে উৎসব

আমাদের ভারত, কলকাতা, ৮ অক্টোবর: হরিয়ানায় তৃতীয়বার সরকার এবং জম্মু-কাশ্মীরে অভাবনীয় সাফল্যের পর মঙ্গলবার কলকাতায় বিজেপি-র একাধিক দলীয় দফতরে রীতিমত উৎসব হয়। ছিল মিষ্টিমুখ, ঢাকের আয়োজন।

পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির প্রধান কার্যালয় ৬ মুরলিধর সেন লেনে বিজয়োৎসবে ছিলেন তাপস রায়, তমোঘ্ন ঘোষ প্রমুখ। “হরিয়ানায় জিতল কে, বিজেপি আবার কে”— এই ধ্বনি দিতে দিতে মূল রাস্তার ওপর আসেন তাঁরা। সঙ্গে ছিল ঢাক ও নরেন্দ্র মোদীর ছবি।

এর পর সন্ধ্যায় সল্টলেক বিজেপি কার্যালয়েও দলীয় পতাকা নিয়ে চলে বিজয়োৎসব। ‘ভারতমাতা কী জয়’ ধ্বনি দেন অংশগ্রহণকারীরা। এখানেও ধ্বনির সঙ্গে ঢাক বাজে, ওড়ানো হয় গেরুয়া আবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *