Dadasaheb Phalke, Mithun, রাষ্ট্রপতি মুর্মুর কাছ থেকে ‘দাদাসাহেব ফালকে’ নিলেন মিঠুন চক্রবর্তী

আমাদের ভারত, নয়াদিল্লি, ৮ অক্টোবর: সিনেমা জগতে তাঁর নিদারুণ অবদানের জন্য মঙ্গলবার ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে ভূষিত করা হয়েছে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।

নাম ঘোষণা হয়েছিল আগেই। এদিন ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার তুলে দেন শিল্পীদের হাতে। এদিন তাঁর ওপর তৈরি ছায়াছবির অংশ দেখতে গিয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি মিঠুন চক্রবর্তী। ক্যামেরায় ধরা পড়ে তাঁর আবেগঘন মুহূর্ত। 

মঞ্চে ওঠার আগে দর্শকদের জন্য তৈরি ‘শো রিল’ চলতে শুরু করলে চোখ মুছলেন প্রবীন অভিনেতা। আবেগঘন অবস্থায় কোনওরকমে সামাল দিলেন নিজেকে। কেবল বাংলা বা হিন্দি নয়, একাধিক ভাষায় তাঁর কাজ, বছরের পর বছর ধরে মানুষের মন জয় করেছে। তাঁর নাচ হোক, বা কমিক টাইমিং, বা অ্যাকশন দৃশ্য, প্রত্যেকবারই ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা। অন্যান্য দেশের সম্মানও পেয়েছেন।

হাতে পেয়েছেন চোট, ভেঙ্গেছে হাড়। তা সত্ত্বেও সশরীরে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বয়সের ভারও শরীরে স্পষ্ট। কোনও রকমে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলেন মঞ্চের দিকে। যদিও তাঁর উদ্দীপনা দেখার, এখনও শেখার মতো। রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করলেন তাঁর পুরস্কার। নিয়ম মতো বিশেষ ভঙ্গি দিলেন ছবির জন্য। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *