Modi, Haryana, টানা তৃতীয় বার ক্ষমতা দখল! উন্নয়ন ও সুশাসনের রাজনীতির জয়, হরিয়ানার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মোদী

আমাদের ভারত, ৮ অক্টোবর: ২০১৪ সাল থেকে হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারের বুথ ফেরত সমীক্ষা সামনে আসার পর থেকে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছিল, কিন্তু মঙ্গলবার ভোটের ফল প্রকাশ হওয়ার পর শেষ হাসি হেসেছে আবার বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় আবার সরকার গড়তে চলেছে বিজেপি। পদ্ম শিবিরের এই সাফল্যের জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে হরিয়ানার উন্নয়নের জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাবেন বলেও কথা দিয়েছেন।

২০১৪ সাল থেকে হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি। ২০১৯ সালে সরকার গঠন করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি পদ্ম শিবির। এবারেও বুথ ফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াই- এর ইঙ্গিত দেওয়া হয়েছিল। এমনকি ভোট গণনার শুরুতেও প্রাথমিকভাবে কংগ্রেস এগিয়ে ছিল। কিন্তু সময় গড়াতেই দেখা গেল বিজেপি এগিয়ে গেছে। ৯০টি আসনের মধ্যে শেষ পর্যন্ত বিজেপি জিতেছে ৪৮টি আসনে। কংগ্রেস পেয়েছে ৩৭টি আসন। আর সরকার গড়তে প্রয়োজন, ৪৬টি আসন যা একক ভাবেই পেয়ে গেছে বিজেপি।

ফল ঘোষণার পরেই হরিয়ানার মানুষকে ধন্যবাদ জানিয়েন মোদী। নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটা বিকাশ ও সুশাসনের রাজনীতির জয়। হরিয়ানার উন্নয়নে বিজেপি সব রকম চেষ্টা চালিয়ে যাবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।একই সঙ্গে জয়ের জন্য বিজেপির কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। মোদী লিখেছেন, দলের কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে এই জয় এসেছে। হরিয়ানা এবং জম্মুতে ভালো ফলের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে মোদীকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মোদী। তিনি বলেন, হরিয়ানার মানুষ কংগ্রেসকে কড়া বার্তা দিয়েছেন। তারা বুঝিয়ে দিয়েছেন দেশ বিরোধী রাজনীতি তারা মেনে নেবেন না।

হরিয়ানায় বিজেপি সরকারের ভালো কাজের জন্য মানুষ আবার পদ্ম চিহ্নে ভোট দিয়েছে বলেই মনে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, কেন্দ্রে মোদীজিকে তৃতীয়বার ক্ষমতায় আনা এবং হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে বারবার বিজেপি সরকার গঠন প্রমাণ করে মানুষের রাজনীতির পারফরমেন্সে আস্থা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *