পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: পথ চলতি মানুষ, পুলিশ কর্মী ও সিভিকদের রাখি পরিয়ে সম্প্রীতির রাখি বন্ধন উৎসব পালন করলো নারায়ণগড় ছয় নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস ও নারায়ণগড়ের অনন্যা সংঘের মহিলারা। এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে সোমবার নারায়ণগড়ের বাজার থেকে নারায়ণগড় থানা এলাকা পর্যন্ত একটি পদযাত্রারা করে তারা। এরই মাঝে পথ চলতি মানুষ ছোট বড় গাড়ির চালকদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করান।
এই পদযাত্রা শেষে নারায়ণগড় থানার পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মী এবং সিভিকদের হাতেও রাখি পরিয়ে দেন অনন্যা সংঘের মহিলারা। সেই সঙ্গে মিষ্টি মুখও করান তারা। পাল্টা পুলিশের তরফ থেকে আগত মহিলাদের মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন পুলিশ কর্মীরা। মূলত সম্প্রীতির বার্তা দিতে, সুস্থ সমাজ গড়ে তুলতে তাদের এই উদ্যোগ বলে জানালেন অনন্যা সংঘের মহিলা নেতৃত্ব নিলিমা গড়াই সহ নারায়ণগড় ছয় নম্বর অঞ্চলের যুব নেতৃত্ব সেক বাপি ও অঞ্চল নেতৃত্ব শেখ আব্দুল শরিফ।