পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: আজ মেদিনীপুর শহর ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে শহরের বিধাননগর মাঠে রাখি বন্ধন কর্মসূচি পালন করা হয়। মাঠের সামনে পথচারীদের হাতে রাখি পরিয়ে উদযাপন করা হল সম্প্রীতির রাখি বন্ধন উৎসব। এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মৌ রায়, সমাজসেবী চন্ডী হাজরা, সুকৃতি হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন রাখি পরানোর পাশাপাশি পথচারীদের মিষ্টিমুখও করানো হয়।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে মেদিনীপুরে ভাই বোনেদের বন্ধন আরো অটুট রাখতে এবং এই সুন্দর সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়ে “রাখি বন্ধন উৎসব” ২০২৪ অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের কালেক্টরেট গেটের সামনে।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে রাখি পরিয়ে ভাই বোনের প্রাণের বন্ধনকে আরো দৃঢ় করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, সমাজসেবী সুজয় হাজরা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ।