আমাদের ভারত, ১৯ আগস্ট: আর জি কর-কান্ডের নিন্দা করে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অধ্যক্ষদের ছ’দফা নির্দেশ দিল অধ্যক্ষ পরিষদ। সোমবার এ ব্যাপারে পরিষদের তরফে নির্দেশিকা পাঠানো হয়।
বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে তৈরি সারা বাংলা অধ্যক্ষ পরিষদের সভাপতি পূর্ণচন্দ্র মাইতি সংগঠনের সদস্যদের জানিয়েছেন, “আর জি কর হাসপাতালে এক মহিলা শিক্ষানবিশ চিকিৎসককে যে নিন্দনীয় ও বর্বরোচিত ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে তার আমরা তীব্র নিন্দা জানাই। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কর্তৃপক্ষকে এই বিষয়ে একটি দ্রুত ও সামগ্রিক তদন্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি।অপরাধীদের এবং তাদের যারা সাহায্য এবং প্ররোচিত করেছে, তাদের সবচেয়ে কঠোর শাস্তি হওয়া উচিত। যাতে সেটি ভবিষ্যতে নারীর বিরুদ্ধে অপরাধের বাধা হিসাবে কাজ করে।
এবিপিসি-র সভাপতি হিসাবে আমি আমার সহকর্মী অধ্যক্ষ, প্রশাসক এবং বন্ধুদের অনুরোধ করছি অবিলম্বে নিম্নোক্ত ব্যবস্থার মাধ্যমে রাজ্যজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাতে হবে:
১) কলেজের শ্রেণিকক্ষ, অফিস, পরীক্ষাগার, গ্রন্থাগার, ভাঁড়ার ঘর, বিশ্রাম কক্ষ ইত্যাদি এবং যাতায়তের সাধারণ জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন।
২) সিসিটিভি ক্যামেরার নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রতিদিন তদারকি।
৩) কলেজের সময়ের ঠিক পরেই ক্লাসরুম বন্ধ এবং তালা দেওয়া।
৪) ক্লাস শেষ হওয়ার পর অযথা ঘোরাঘুরি বন্ধ নিশ্চিত করা।
৫) সম্ভব হলে পুরুষ নিরাপত্তা কর্মীদের সমান অনুপাতে মহিলা নিরাপত্তা কর্মী নিয়োগ।
৬) ক্যাম্পাসের অভ্যন্তরে সমস্ত কর্মী এবং ছাত্রদের বিশেষ করে ছাত্রী ও মহিলা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উত্তম ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের সংবেদনশীলতা এবং আত্মরক্ষামূলক কর্মশালাসহ সক্রিয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে নির্দেশিকায়।