সাথী দাস, পুরুলিয়া, ১৯ আগস্ট: আর জি কর কান্ডের অভিনব প্রতিবাদ সঞ্চারিত হল পুরুলিয়ায়। রাখি বন্ধন উৎসবের দিনও মন ভারাক্রান্ত প্রতিবাদীদের। ‘তিলোত্তমার’ ন্যায় বিচার চেয়ে পুরুলিয়ার শিল্পী সাংস্কৃতিক কর্মী ও শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের যৌথ আহ্বানে কালো রাখি পরিয়ে অভিনব প্রতিবাদ। আজ প্রতিবাদের রং কালো। স্বভাবতই কালো রাখি পথচারীদের পরিয়ে দিলেন এই যৌথ আহ্বায়করা।
পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে পথচারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস ‘ লেখা কালো রঙের রাখি পরিয়ে দিলেন প্রতিবাদী মহিলারা। সোমবারের বিকেল শোকাচ্ছন্ন হয়ে পড়ে পুরুলিয়া শহরের সবচেয়ে ব্যস্ততম ট্যাক্সি স্ট্যান্ডের কাছে মেইন রোড। বিভিন্ন ক্ষেত্রের মানুষ বিভিন্ন এলাকায় প্রতিবাদে গর্জে ওঠে এদিনও। পুরুলিয়া শহরের নীলকুঠি ডাঙ্গা এলাকায় হয় মানব বন্ধন। সেখানেও সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে বিচার চাইলেন তরুণীরা।পুরুলিয়া শহরের কসাই মহল্লা মোড়ে সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে মৃতার হত্যার বিচার চাইল ছোটরা।