পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: আর প্রায় এক মাস পর মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে এখন খুঁটি পুজোর ধুম। চলছে মায়ের আগমনী বার্তার তোড়জোড়।
পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের বেশিরভাগ মণ্ডপেই খুঁটি পুজো অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পথে। আজ রাখী বন্ধন উৎসব। সৌভ্রাতৃত্বের এই পবিত্র দিনে শহরের বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজা সম্পন্ন হল। বিধাননগরের পুজো এবার ৪৬ বছরে পড়লো। এবার তাদের প্যান্ডেল সেজে উঠবে দক্ষিণ ভারতের মহীশূরের চামুন্ডেশ্বরী মন্দিরের আদলে।
সভাপতি সুশান্ত মহাপাত্র জানান, মেদিনীপুরের অন্যতম এই বৃহৎ পুজো মন্ডপে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয়। সেজন্য প্রতি বছর জেলা প্রশাসন থেকে একটি পুলিশ ক্যাম্প মাঠের মধ্যে ২৪ ঘন্টা থাকে। এছাড়াও, এবারও ৫ দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, প্রসাদ বিতরণ প্রভৃতি আয়োজন থাকছে।
স্থানীয় কাউন্সিলর মৌ রায় জানান, ধর্ম যার যার উৎসব সবার, এই আশা নিয়েই শান্তিতে উৎসবের দিনগুলো কাটবে।