পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা আজ ধেরুয়া অঞ্চলের দেউল ডাঙ্গা বুথ এলাকায় জনসংযোগ করলেন। সেখানে একটি স্থানীয় মন্দিরে পুজো দিয়ে আজকের দিনটি তিনি শুরু করেন।
মন্দিরে পুজো দেওয়ার পর সুজয় হাজরা এলাকায় জনসংযোগ, ভোট প্রচারের সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি সকলের কাছে ব্যক্ত করেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এলাকার বাসিন্দারা। তিনি সেখানকার বাসিন্দাদের সমস্যা, অভাব-অভিযোগের কথা শোনেন এবং অঞ্চলের উন্নয়নের জন্য তার পরিকল্পনা নিয়ে সকলের সঙ্গে আলোচনা করেন।