সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করার পর নিজেকে শ্রীরাধার সঙ্গে তুলনা করে কড়া সমালোচনার মুখে পড়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। ওন্দায় দোল উৎসবে যোগ দিয়ে তিনি নিজেকে রাধার সঙ্গে তুলনা করে বলেন, শ্রীরাধা যেমন শ্রীকৃষ্ণের জন্য নিজেকে সমর্পণ করেছিলেন তেমনি তিনি বিষ্ণুপুর লোকসভা এলাকার মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই সমালোচনায় মুখর হয়েছেন সাধারণ মানুষ থেকে বিজেপি নেতৃত্ব। এই লোকসভা এলাকার বাসিন্দারা সুজাতাদেবীর এসব আচরণকে নিছকই চমক বলে মনে করছেন।
তবে জেলার রাজনৈতিক ওয়াকিবহাল মহলের বক্তব্য, সুজাতাদেবীর রাধা সাজা একটা পরিকল্পিত অভিনয়। এই রাধা সেজে নিজেকে রাধার সঙ্গে তুলনা করে তিনি ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। এই প্রেক্ষিতে উল্লেখ্য, এই ওন্দায় সম্প্রতি প্রচারে এসে ভোটাদের হুমকি দিয়ে বলেছিলেন মিডিয়া সহ কাউকেই তিনি কেয়ার করেন না। জেলাজুড়ে এই আচরণের জন্য প্রতিবাদের ঝড় ওঠে। রাজনীতিবিদদের মতে, সেই ওন্দাতেই রাধা সেজে ধর্মীয় আবেগে শুড়শুড়ি দিয়ে ড্যামাজ কন্ট্রোলের চেষ্টা করেছেন। সুজাতাদেবীর ভোটের প্রচার মানেই চমক। তবে এপর্যন্ত তার ভোট প্রচারের সেরা চমকের সাক্ষী থাকলেন ওন্দার মানুষ। ভোট প্রচারে ওন্দার দোল উৎসব ও মেলায় এসে হরিনাম সংকীর্তনে মাতেন সুজাতা দেবী। দু’হাত তুলে নাচে বিভোর হয়ে পড়া, খোল বাজানো, এমনকি নিজেকে রাধার সঙ্গে তুলনা করেন সুজাতাদেবী। এবিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, সুজাতাদেবী কখনও নিজেকে রাধিকা ভাবছেন, কখনও হেমা মালিনী ভাবছেন, আবার শ্রীদেবীও ভাবতে পারেন, আবার কখনও পুতানাও ভাবতে পারেন। ওনার এসব ভাবনার মধ্যেই প্রকাশ পাচ্ছে যে উনি পাগল হয়ে গেছেন।
যদিও সুজাতা দেবী বিরোধীদের কটাক্ষকে আমল দিতে নারাজ। তিনি বলেন, রাধা ত্যাগের প্রতীক। রাধিকা যেমন কৃষ্ণের চরণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে তিনিও নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। ইতিপূর্বে তিনি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করেন। এই রাধা সাজার আগে এক বাড়িতে জ্বলন্ত উনুনে ফুঁ দিয়ে বলে বিজেপিকে এভাবে ফুঁ দিয়ে তিনি উড়িয়ে দেবেন। এর আগে সুজাতাদেবী আগে সেলুনে ঢুকে অন্যের চুল কেটেছেন, দোকানদারকে সরিয়ে চা বানিয়ে দলের নেতা ও কর্মীদের খাইয়েছেন, বসন্ত উৎসবে আবির মেখে নাচে মেতে উঠেছেন, পথচলতি শিশুদের কোলে তুলে আদর করেছেন এবং মায়েদের সঙ্গে কোমর দুলিয়ে নাচ করেছেন।
বিজেপি প্রার্থী তথা প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁয়ের মতে, প্রচারে অভিনয় করার প্রয়োজন নেই। স্বাভাবিক একজন মানুষ হয়েই প্রচার দরকার। কোনটা আসল, আর কোনটা অভিনয় ভোটাররা তা জানেন।