আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ এপ্রিল: দলবদল করার পরেই অর্জুন ম্যাজিকেই ভরসা রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং হওয়ার পরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।
তবে এবার রাজ্য সরকারকে নিশানা করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। তাঁর বাড়ি ও তার আশপাশের এলাকা পুলিশের তরফ থেকে সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। যা নিয়ে সরব অর্জুন সিং। তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই অভিযোগ তুলে তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি জানিয়েছেন, তার বাড়িতে কে দেখা করতে আসছে, যাচ্ছে এমনকি তার গতিবিধির উপর নজর রাখার জন্য এত সংখ্যক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
গোটা বিষয় নিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, নতুন করে কোনো ক্যামেরা ওখানে লাগানো হয়নি। ২০১৯ সালের পর থেকেই ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে পুলিশ। রাস্তায় ক্যামেরা লাগানো থাকলে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই।